Sylhet Today 24 PRINT

চিন্তিত নিজামী, রায় শোনেন রেডিওতে

সিলেটটুড ডেস্ক |  ০৬ মে, ২০১৬

পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে যাওয়ার খবর শুনে  বিমর্ষ হয়ে পড়েছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।  কাশিমপুর পার্ট-২ কারাগারের কনডেম সেলে অন্তরীণ নিজামী বৃহস্পতিবার দুপুরে রেডিওর মাধ্যমে রিভিউ খারিজের খবর শোনেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ নিজামীর মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন।

কাশিমপুর কারাগার সূত্র জানায়, এ ধরনের কয়েদিরা অনুমতি নিয়ে নিজেদের কাছে এক ব্যান্ডের রেডিও রাখতে পারেন। সেই রেডিওতেই নিজামী রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার খবর শোনেন।

জানতে চাইলে কাশিমপুর পার্ট-২ কারাগারের জেলার নেছার আহমেদ বলেন, রেডিওতে ফাঁসির খবর শুনেছেন নিজামী।

খবর শোনার পর নিজামীর প্রতিক্রিয়া কেমন ছিল জানতে চাইলে জেলার বলেন, “একটু তো টেনশনে ছিলেন তিনি।”

রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার মধ্য দিয়ে শেষ বিচারিক প্রক্রিয়াও সম্পন্ন হলো নিজামীর মামলার। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে তার সামনে এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে।

হত্যা, গণহত্যা এবং বুদ্ধিজীবী হত্যার দায়ে ২০১৪ সালের অক্টোবরে  নিজামীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে নিজামী আপিল করলে দীর্ঘ শুনানি শেষে গত ৬ জানুয়ারি আপিল বিভাগ ট্রাইব্যুনালের দণ্ড বহাল রেখে রায় দেন। আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ২৯ মার্চ তিনি রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন নিজামী।  ৩ মে সেটির শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ আজ ওই আবেদন খারিজ করে দেন।

বিগত চারদলীয় জোট সরকারের মন্ত্রী নিজামীকে ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর একই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.