Sylhet Today 24 PRINT

মীর কাসেমের সঙ্গে দেখা করতে কারাগারে আইনজীবীরা

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০১৬

মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও জামায়াত নেতা মীর কাসেমের সঙ্গে দেখা করতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ  গেছেন তার ছেলে ও আইনজীবীরা।

শনিবার বেলা ১১টার দিকে তারা ওই কারাগারে যান।
 
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, শনিবার বেলা ১১টার দিকে মীর কাসেমের ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, ব্যারিস্টার নজিবুর রহমান, আইনজীবী মতিউর রহমান আকন, ব্যারিস্টার নূরুল্লাহসহ পাঁচজন আইনজীবী মীর কাসেম আলীর সঙ্গে স্বাক্ষাৎ করতে কারাগারে এসেছেন।

প্রসঙ্গত, গ্রেফতারের পর ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে রয়েছেন। ১৪ সালের আগে তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দীর মর্যাদায় ছিলেন। পরে দণ্ডপ্রাপ্তির পর তাকে ফাঁসির কনডেম সেলে পাঠানো হয়।  

মীর কাসেমের বিরুদ্ধে আপীল বিভাগের বহাল রাখা  মৃত্যুদণ্ডের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে গত সপ্তাহে। নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে তাকে রায় পুনর্বিবেচনার আবেদন করতে হবে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতেই তারা কারাগারে গেছেন বলে একটি সূত্র জানিয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.