Sylhet Today 24 PRINT

১৮ এপ্রিল পালিত হবে তারাপুর চা বাগান গণহত্যা দিবস

নিজস্ব প্রতিবেদক |  ১৮ এপ্রিল, ২০১৫

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনী দ্বারা অনেকেই শহীদ হয়েছেন। সবাই যে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছেন তা কিন্তু নয়। সেসময় পাক হানাদার বাহিনী প্রকৌশলী, চিকিৎসক, শিক্ষক সরকারি কর্মকর্তা সহ নানা শ্রম পেশার মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। যারা হয়তো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেননি।

তবে তাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এদেশের স্বাধীনতার পক্ষে বিভিন্নভাবে কাজ করেছিলেন। তাঁদের সেই অবদান অনস্বীকার্য। স্বাধীনতার এত বছর পরেও সেই সব শহীদদের অনেকেই তাঁর যোগ্য সম্মান পাননি কিংবা স্মৃতিগ্রন্থে তাঁদের স্থান হয়নি? এখন সময় এসেছে মুক্তিযুদ্ধে সেই সব বীর শহীদদের প্রকৃত তালিকা তৈরি করে তাদের কে মর্যাদার আসনে অধিষ্ঠিত করার।

১৯৭১ সালে পাক হানাদাররা এদেশের অনেক জায়গাতেই গণহত্যা চালিয়েছিল। সিলেটের তারাপুর চা বাগান এমনই একটি স্থান। ১৮ই এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সিলেটের তারাপুর চা বাগানের মালিক,কর্মকর্তা-কর্মচারী, শ্রমিকসহ ৩৮ জনকে পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে যায়। যাদের মধ্যে অন্যতম ১। রবীন্দ্রনাথ গুপ্ত, ২। রাজেন্দ্র লাল গুপ্ত, ৩। রজত লাল গুপ্ত, ৪। জহরলাল গুপ্ত, ৫। রণজিত কুমার গুপ্ত, ৬। ডাঃ ক্ষিতীশ চন্দ্র দে ৭। নরেশ দেব, ৮। নরেশ চক্রবর্তী, ৯। নারায়ণ চক্রবর্তী, ১০। নবীরাম, ১১। মহেন্দ্র পাল, ১২। দুর্গেশ দাশ, ১৩। মহেন্দ্র কড়ামুদী, ১৪। লছমন কড়ামুদী, ১৫। পরেশ কড়ামুদী, ১৬। হরেন্দ্র কড়ামুদী, ১৭। পূরণ কড়ামুদী, ১৮। মথুরা কড়ামুদী, ১৯।  মনোরঞ্জন কড়ামুদী, ২০। চুনি কড়ামুদী, ২১। মিটকু কড়ামুদী, ২২। জগন্নাথ কড়ামুদী, ২৩। রমই কড়ামুদী, ২৪। নিমাই কড়ামুদী, ২৫। লক্ষ্মীন্দর ঘাটয়ার, ২৬। লুডিয়া ঘাটয়ার, ২৭। সিকিন্দর ঘাটয়ার, ২৮। গোপেশ ঘাটয়ার, ২৯। দুক্কু ঘাটয়ার, ৩০। অতুল ঘাটয়ার, ৩১। সুরেন্দ্র ভূমিজ, ৩২। দশরত্ন ভূমিজ, ৩৩। ভরত ভূমিজ, ৩৪। ফটিক হালদার, ৩৫। বরদা হালদার, ৩৬। যোগেশ্বর হালদার, ৩৭। অমুল্য হালদার, ৩৮।  ভারত বলব ও ৩৯। ছুট্ট তেলী।

পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায় তাদেরকে সিলেটের মালনিছড়া চা বাগানে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে শহীদ চিকিৎসকদের নিয়ে বায়জীদ খুরশীদ রিয়াজ-এর লেখা "মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক জীবনকোষ" বইটিতে শহীদ ডাঃ ক্ষিতীশ চন্দ্র দে'র জীবনী এবং তারাপুর চা বাগানের গণহত্যা বিষয়ে অনেক কিছুই তুলে ধরা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.