Sylhet Today 24 PRINT

মুক্তিযুদ্ধে অবদান রাখা রুশ নৌসেনাদের সংবর্ধনা দিলো মুক্তিযুদ্ধ একাডেমি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০১৬

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য রুশ নৌসেনা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে মুক্তিযুদ্ধ একাডেমি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে যুদ্ধ পরবর্তী সময়ের মাইন অপসারণকারী ১১ রুশ নাগরিককে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রুশ নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর পাঠানোর উদ্যোগ রাশিয়া নস্যাৎ করে দিয়েছিল।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আশা প্রকাশ করেন, মুক্তিযুদ্ধের মত সবসময় বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া।

রাজধানীর আর্মি গলফ ক্লাবে অপর একটি অনুষ্ঠানে ভারতীয় মিত্রবাহিনীর ২৮ জন সদস্য মুক্তিযুদ্ধ নিয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.