Sylhet Today 24 PRINT

মানবতাবিরোধী অপরাধ: গাইবান্ধার ৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৬

ছবিঃ সংগৃহীত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গাইবান্ধার আব্দুল জাব্বার মণ্ডলসহ ৬ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বুধবার (২১ ডিসেম্বর) ধানমণ্ডিস্থ তদন্ত সংস্থার কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। আজই তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হবে বলেও তদন্ত সংস্থা জানিয়েছে। এটা তদন্ত সংস্থার ৪৪তম প্রতিবেদন।

আব্দুল জাব্বার মণ্ডল সহ মামলার অন্য ৫ আসামি হলেন, জাফিজার রহমান, আজগর হোসেন খান, মোমতাজ আলী ব্যাপারী, আব্দুল ওয়াহেদ মণ্ডল ও মো. রঞ্জু মিয়া। এঁদের মধ্যে শুধু রঞ্জু মিয়া গ্রেপ্তার আছেন, বাকি পাঁচজনই পলাতক।

এ মামলায় ৪০ জনকে সাক্ষী করা হয়েছে। গাইবান্ধার এই ছয় আসামির বিরুদ্ধে ২০১৫ সালের ১২ অক্টোবর তদন্ত শুরু হয়।

তদন্ত সংস্থা জানিয়েছে, আসামিদের মধ্যে ২জন সরকারি চাকুরীজীবী ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সাধারণ মানুষের ওপর হামলা, হত্যা, ৫০টি বাড়িতে লুটপাট এবং খুঁজে খুঁজে মুক্তিযোদ্ধাদের ওপর হামলার অভিযোগ রয়েছে গাইবান্ধা জেলার নান্দিদা ও ফুলবাড়ি গ্রামের এই বাসিন্দাদের বিরুদ্ধে।

ছয় আসামির মধ্যে জাছিজার রাহমান ২০১৪ সালে পুলিশের চাকরি শেষ করেন। আজগর হোসেন কৃষি বিভাগে চাকরি করতো। ২০১২ সালে তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.