Sylhet Today 24 PRINT

৭ মার্চ জয়বাংলা কনসার্ট

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০১৭

গত দুই বছরের ধারাবাহিকতায় এবারও ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয়বাংলা কনসার্ট’।

মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর আর্মি স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।

কনসার্টের আয়োজক সেন্টার ফর রিসার্চের (সিআরআই) ইয়ং বাংলা প্ল্যাটফর্ম। এবারের কনসার্ট মাতাতে মঞ্চে উঠবে ব্যান্ড ওয়ারফেইজ, চিরকুট, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিকফেট, নেমেসিস, শিরোনামহীন ও শূন্য।

আয়োজকরা জানান, এবার ৬০ হাজারের বেশি তরুণ-তরুণী এ আয়োজন সরাসরি স্টেডিয়াম থেকে উপভোগ করতে পারবেন। এছাড়া অনলাইনের মাধ্যমেও এটি সরাসরি দেখা যাবে।

কনসার্টের পাশাপাশি দেশের তরুণ সমাজকে সংগঠিত করতে আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে ইয়ং বাংলা। এর মধ্যে একটি হলো 'জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড'। ২০১৫ সাল থেকে ইয়ং বাংলার সঙ্গে সম্পৃক্ত তরুণ-তরুণীদের দেশের প্রতি কাজের ভিত্তিতে প্রদান করা হচ্ছে এ পুরস্কার। এবারও এ পুরস্কার তুলে দেওয়া হবে।

কনসার্ট উপভোগ করতে বিনামূল্যে নিবন্ধন করা যাবে এই ঠিকানায়- http://ticket.youngbangla.org/

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে বিগত দুই বছর ধরে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.