Sylhet Today 24 PRINT

পাকিস্তানি সেনা শহীদুল্লাহর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

মানবতাবিরোধী অপরাধের মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২১ মার্চ, ২০১৭

মানবতাবিরোধী অপরাধের মামলায় কুমিল্লা দাউদকান্দির পাকিস্তান ফেরত অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহীদুল্লাহর (৭২) বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন তদন্ত সংস্থা।

মঙ্গলবার (২১ মার্চ) ধানমণ্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান এ প্রতিবেদন প্রকাশ করেন। এ সময় তদন্ত কর্মকর্তা সানাউল হক উপস্থিত ছিলেন।

ক্যাপ্টেন শহীদুল্লাহর বিরুদ্ধে ২০১৫ সালের ১১ অক্টোবর তদন্ত শুরু হয়। প্রায় দেড় বছর তদন্ত শেষে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা ছিলেন আলতাফুর রহমান। তার বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বিভিন্ন এলাকায় হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগের তিনটি অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ২ আগস্ট ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সেদিনই কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে দাউদকান্দি থানা পুলিশ। এরপর তাকে ৩ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করা হলে ক্যাপ্টেন শহীদুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.