Sylhet Today 24 PRINT

চলে গেলেন মুক্তিযোদ্ধা ও আবৃত্তিশিল্পী কাজী আরিফ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০১৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি মুক্তিযোদ্ধা ও বরেণ্য আবৃত্তিশিল্পী কাজী আরিফকে 'ক্লিনিক্যালি ডেড' ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় চিকিৎসকরা কাজী আরিফকে 'ক্লিনিক্যালি ডেড' ঘোষণা করেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও আবৃত্তিশিল্পী হাসান আরিফ এ তথ্য জানিয়ে বলেন, কাজী আরিফের মেয়ের পাঠানো একটি মেসেজের মাধ্যমে আমরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। লাইফ সাপোর্ট খুলে ফেলার জন্য কিছু আনুষ্ঠানিকতা এখনো বাকি রয়েছে।

কাজী আরিফ ১৯৫২ সালের ৩১ অক্টোবর তৎকালীণ বৃহত্তর ফরিদপুরের রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষা ও বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। উচ্চশিক্ষা গ্রহণ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে।

পেশায় স্থপতি এই গুণী একাধারে আবৃত্তিশিল্পী, লেখক ও মুক্তিযুদ্ধের সংগঠক। ১৯৭১ সালে এক নম্বর সেক্টরে মেজর রফিকুল ইসলামের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাদের একজন আরিফ। সারা দেশ ঘুরে আবৃত্তির প্রশিক্ষণ দিয়েছেন সংগঠনগুলোতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.