Sylhet Today 24 PRINT

বিচার কার্যক্রম শেষের আগে ‘রাজাকার’ লিখা যাবে না

সিলেটটুডে টুয়েন্টিফোর ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৭

মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন যে কোন মামলার আসামির বিচার কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত নথিপত্রে ‘রাজাকার’ হিসেবে চিহ্নিত করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার (৩০ এপ্রিল) নওগাঁ জেলার বদলগাছি থানার চার মানবতাবিরোধী অপরাধীর মামলার শুনানিকালে আদালত এ নির্দেশ দেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপসকান্তি বল।

তিনি বলেন, নওগাঁর এই ৪ মানবতাবিরোধী অপরাধীকে সেফহামে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এ আবেদনে অভিযুক্তদের নামের আগে রাজাকার শব্দ লেখা থাকায় ট্রাইব্যুনাল বলেন, ‘কেবল তদন্ত সংস্থা নয়; প্রসিকিউশন ও গণমাধ্যমেও বিচার শেষ হওয়ার আগে নামের আগে রাজাকার শব্দ লেখা থেকে বিরত থাকতে হবে।

এ মামলায় তিনজন আসামি গ্রেপ্তার থাকলেও একজন পলাতক রয়েছেন। কারাগারে থাকা তিনজন হলেন, রেজাউল কবীম মন্টু, ইসহাক আলী, শহীদ মন্ডল।

শুনানি শেষে আগামী ৮ ও ৯ মে আসামিদের ধানমণ্ডিস্থ সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.