Sylhet Today 24 PRINT

সিলেটে আদিত্যপুর গণহত্যা দিবস পালিত

রজত দাস ভুলন, বালাগঞ্জ |  ১৪ জুন, ২০১৭

সিলেটের বালাগঞ্জের আদিত্যপুর গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) বিকালে দিবসটি উপলক্ষে গণকবর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনায় সকল যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের দাবি জানিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতীয় ভাবে যোদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি স্থানীয় ভাবে বিচার শুরু করলে শহীদের আত্মা শান্তি পাবে।

তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে সর্বদা একটি মহল উঠেপড়ে লেগেছে। এদেরকে প্রতিহত করে অবশ্যই শেখ হাসিনা বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করবেন জানিয়ে তিনি স্থানীয় রাজাকারদের বিচার চেয়ে সাধারণ ডায়েরী করার জন্য শহীদ পরিবারের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন আহমদ, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আং গফুর খালিছাদার, বালাগঞ্জ ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু কৃপেষ শুক্লবৈদ্য আওয়ামী লীগ নেতা তফজ্জুল হোসেন, কিনু চৌধুরী, আশরাফুল ইসলাম, ফারুক মিয়া, হরলাল নমঃ, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জুনেদ মিয়া,বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বালাগঞ্জ এলাকার মাহমুদ হোসেন মাছুম, যুবলীগ নেতা আইনুর আহমদ রমন, বালাগঞ্জ স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সুধেন্দু দাস অমল, সিলেট জেলা যুবলীগ নেতা শেখ কবিরুল ইসলাম, নুনু মিয়া, মনির মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সোহেল আহমদ মুন্না,এম এইচ হক, বালাগঞ্জ ছাত্রলীগ নেতা শাহজাহান মিয়া, বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, অমল দাস আপন, জুয়েল আহমদ  সহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ। এ সময় শহীদ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।

১৯৭১ সালে সিলেটের বালাগঞ্জের আদিত্যপুরে স্থানীয় রাজাকারদের সহযোগিতায় ৬৩ জনকে হত্যা করে পাকহানাদার বাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.