Sylhet Today 24 PRINT

‘জয় বাংলা’ কেন ‘জাতীয় স্লোগান’ নয়, জানতে চেয়েছেন হাই কোর্ট

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৭

মুক্তিযুদ্ধের স্লোগান ‘জয় বাংলা’ কেন ‘জাতীয় স্লোগান ও মূলমন্ত্র’ ঘোষণা করার নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

সোমবার (৪ ডিসেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ এই রুল জারি করে।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব এবং শিক্ষা সচিবকে ৭২ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলেছে হাই কোর্ট। এই রিট আবেদনটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ; আদালতে তিনি নিজেই এ বিষয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

বশির আহমেদ পরে সাংবাদিকদের বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়েই সমস্ত জাতি এক হয়েছিল। এই স্লোগানে উদ্বুদ্ধ হয়েই বীর বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং পাকিস্তানি সামরিক জান্তার কবল থেকে দেশকে মুক্ত করে।”

তিনি বলেন, জয় বাংলা কোনো দলের স্লোগান নয়, কোনো ব্যক্তির স্লোগান নয়, এটা বাঙালির জাতীয় ঐক্য ও প্রেরণার প্রতীক।

“পৃথিবীর ৬০টি দেশে জাতীয় স্লোগান আছে। কিন্তু বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে আমরা আমাদের চেতনার সেই জয় বাংলাকে স্বাধীনতার ছেচল্লিশ বছরেও জাতীয়  স্লোগান হিসেবে পাইনি।”

আগামী রোববার বিষয়টি আবার শুনানির জন্য কার্যতালিকায় আসবে বলে জানান এ আইনজীবী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.