Sylhet Today 24 PRINT

মানবতাবিরোধী অপরাধে খুলনার ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৭

মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার ডুমুরিয়া থানার শেখ আবদুর রহিমসহ (৬৮) ১১ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশ করেন সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান।

আব্দুল হান্নান খান সাংবাদিকদের জানান, "আসামিদের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, অগ্নিসংযোগসহ ৬টি অভিযোগ আছে। ১৯৭১ সালে তাদের লোমহর্ষক অপরাধের বিস্তারিত বিবরণ রয়েছে ৭৩০ পাতার প্রতিবেদনে।"

তদন্ত সংস্থার সিনিয়র কর্মকর্তা সানাউল হক বলেন, "প্রতিবেদনটি প্রস্তুত। আজই এটি প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হবে।"

মামলার অন্য ১০ আসামি হলেন শামসুর রহমান (৮২), ওমর আলী ফকির (৭০), জাহান আলী বিশ্বাস (৬৭), মো. আক্কাস সরদার (৬৮), নাজের আলী ফকির (৬৫), মো. শাহাজাহান সরদার (৭৫), আবদুল করিম শেখ (৬৫), আবু বক্কার সরদার (৬৭), মো. রওশন গাজী (৭২), মো. সোহরাব হোসেন সরদার (৬২)। ১১ আসামির মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওমর আলী ফকির (৭০) ও  মো. আক্কাস সরদার (৬৮) এখনও পলাতক বলে জানিয়েছেন তদন্ত সংস্থার সিনিয়র কর্মকর্তা সানাউল হক।

আসামিদের মধ্যে আব্দুর রহিম ও শামসুর রহমান গাজী ওরফে মেজো ভাই বর্তমানে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত। বাকিরা বর্তমানে রাজনীতি করেন না।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.