Sylhet Today 24 PRINT

মানবতাবিরোধী অপরাধ : নোয়াখালীর ৪ জনের রায় যেকোন দিন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৮

মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় নোয়াখালীর সুধারামের আমির আলীসহ চারজনের রায় ঘোষণা করা হবে যেকোন দিন।

আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এই আদেশ দেন।

আমির আলীসহ অন্য তিন আসামি হলেন, মো. জয়নাল আবদিন, মো. আব্দুল কুদ্দুস ও আবুল কালাম ওরফে এ কে এম মনসুর। এদের মধ্যে আসামি আবুল কালাম ওরফে এ কে এম মনসুর পলাতক আছেন। আর মামলার অপর আসামি মো. ইউসুফ আলী গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর জাহিদ ইমাম। আর আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী তরিকুল ইসলাম ও মিজানুর রহমান, গাজী এমএইচ তামিম ও মাসুদ রানা।

২০১৬ সালের ২০ জুন এই চারজনের বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযোগ গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.