Sylhet Today 24 PRINT

আবার পেছাল মুজাহিদের আপিল শুনানি!

নিউজ ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৫

দীর্ঘ ১৭ মাস পর শুনানি শুরুর কথা থাকলেও আবার পেছালো যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একাত্তরের বদর নেতা মুজাহিদের আপীল শুনানি!
আসামীপক্ষের টালবাহানায় ফের এই মামলার শুনানী পিছিয়ে গেলেও নতুন তারিখ ঠিক হয়নি।


বুধবার এই শুনানি শুরুর কথা থাকলেও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন আদালত শুনানির দিন পিছিয়ে দিয়েছে।

আসামিপক্ষের অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীন তুহিন আদালতে জানান, তাদের জ্যেষ্ঠ আইনজীবী আদালতে নেই। তাদের সময় প্রয়োজন।

এরপর আদালত বিষয়টি ‘নট টুডে’ হিসাবে উল্লেখ করে। এ ধরনের আদেশের পর কোনো মামলার পরবর্তী শুনানি নির্ভর করে কার্যতালিকায় উপর ।

বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চের বুধবারের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য ছিল। গত ৩ ডিসেম্বর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ শুনানির এই দিন ঠিক করে দিয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.