১৮ এপ্রিল, ২০১৮ ১৭:২৩
সিলেটের তারাপুর চা বাগানের গণহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
বুধবার (১৮ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ, বাগানের সেবায়েত ডা. পংকজ গুপ্ত, মাহীদ, অসিত বরণ দে, পরিমল, বিজয় সেন, শিপা ঘোষ, বিজয় কান্তি দে, ক্ষমা চক্রবর্তী মুক্তি, সুকেশ দেব, পরিমল হালদার, দুর্গ চরণ, নিশি মুদি প্রমুখ।
১৯৭১ সালের ১৮ এপ্রিল পাকিস্তানী হানাদার বাহিনী তাদের দোসর রাজাকারদের সহায়তায় তারাপুর স্টার চা বাগান ও সিলেট ইলেকট্রিক সাপ্লাই লি. প্রাক্তন প্রতিষ্ঠাতা সত্ত্বাধিকারী বি.সি গুপ্ত পরিবারের ৫ সদস্যকে গুলি করে হত্যা করে।
এ ঘটনায় নিহতরা হলেন, রবীন্দ্রনাথ গুপ্ত, রাজেন্দ্র লাল গুপ্ত, রজত গুপ্ত, জহর গুপ্ত, রণজিৎ গুপ্ত। তখন ভাগ্যক্রমে বেঁচে যান রাজেন্দ্র লাল গুপ্তের পুত্র পংকজ গুপ্ত। এছাড়া বাগানের চিকিৎসক, স্টাফস ও কর্মচারীসহ ৩৯ জনকে হত্যা করা হয়।
আপনার মন্তব্য