Sylhet Today 24 PRINT

মানবতাবিরোধী অপরাধের দায়ে সুনামগঞ্জে গ্রেপ্তার ৫

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৯ ডিসেম্বর, ২০১৮

মানবতাবিরোধী অপরাধের দায়ে সুনামগঞ্জের ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার শাল্লা উপজেলা থেকে ৪য়াজন ও দিরাই উপজেলা থেকে ১জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান সুনামগঞ্জ পুলিশ সুপার (এসপি) বরকতউল্লাহ খান।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন।

এর আগে বুধবার সকালে আসামীদের তালিকা দিরাই ও শাল্লা থানায় পৌছায়। তালিকা পাওয়ার পর তাদের খোঁজে অভিযানে নামে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মোহাম্মদ জুবায়ের মনির (৬২), ঘুঙ্গিয়ার গাঁও গ্রামের মৃত উমর আলীর ছেলে মো. জাকির হোসেন (৬২), শশারকান্দা গ্রামের মৃত ডেঙ্গুর ব্যাপারী ছেলে মো.সিদ্দিকুর রহমান (৭১), উজানগাঁও গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে তোতা মিয়া (৮০) এবং দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের মৃত জহুর আলীর ছেলে মো. আব্দুল জলিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.