Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধাদের বাড়ি করে দেবে সরকার: মন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৯

ছবি: সংগ্রহ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, সরকার মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করে দেবে। শতভাগ চিকিৎসা দেয়া হবে। সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে।

মঙ্গলবার সকালে একসঙ্গে রাজবাড়ী জেলা ও ৪টি উপজেলার নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলার মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় চলার পক্ষে রায় দিয়েছে, স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করেছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক শওকত আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, অন্যদের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, রাজবাড়ী পৌরসভা মেয়র মহম্মদ আলী চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.