Sylhet Today 24 PRINT

নিহতদের স্মরণে ১ মিনিট ‘ব্ল্যাকআউটে’ থাকবে সিলেটটুডে

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মার্চ, ২০১৯

গত বছরের ২৫ মার্চ গণহত্যা দিবসেও সিলেটটুডের লোগোসহ পুরো পোর্টালটি অন্ধকারে রাখা হয়

আজ ২৫ মার্চ; জাতীয় গণহত্যা দিবস। একাত্তরের ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর গণহত্যায় নিহতদের স্মরণে রাতে এক মিনিট ‘ব্ল্যাকআউটে’ থাকবে পুরো বাংলাদেশ। এই কর্মসূচির সাথে একাত্ম হয়ে এক মিনিট ‘ব্ল্যাকআউটে’ থাকবে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমও।

আজ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সিলেটটুডে ব্ল্যাকআউটের মাধ্যমে গণহত্যায় নিহতদের স্মরণ করবে।

এবার দ্বিতীয়বারের মত ব্ল্যাক আউটের কর্মসূচি সারাদেশে পালিত হবে। গত বছরও গণহত্যার শিকার বাঙালিদের স্মরণে এক মিনিটের জন্যে ‘ব্ল্যাকআউটে’ ছিল সিলেটটুডে।

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তান সেনাবাহিনী পূর্ব-পরিকল্পিতভাবে ‘অপারেশন সার্চলাইট’ নামে বাঙালি নিধনে ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড চালিয়েছিল। এদিন রাতে পাক সেনারা যে, পরিকল্পিতভাবে ঢাকায় হামলা চালিয়ে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল সে ঘটনা আন্তর্জাতিক গণমাধমে স্বীকৃত। অস্ট্রেলিয়ার পত্রিকা হেরাল্ড ট্রিবিউনের রিপোর্ট অনুসারে, ২৫ মার্চ রাতে শুধু ঢাকা শহরেই ১ লাখ মানুষকে হত্যা করেছিল পাকবাহিনী।

২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। এরপর নয় মাসের যুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মদান, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রমহানি এবং জাতির অসাধারণ ত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। এর পর থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। প্রতীকী ‘ব্ল্যাকআউট’ তথা ‘নীরবতা পালন’ কর্মসূচির সময় জরুরি স্থাপনা ও চলমান যানবাহন ছাড়া সারাদেশের মানুষ দাঁড়িয়ে ও সব আলো নিভিয়ে একসঙ্গে নীরবতা পালন করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.