Sylhet Today 24 PRINT

বাড়িতেই তৈরি করুন হ্যান্ড স্যানিটাইজার

অনলাইন ডেস্ক |  ২০ মে, ২০২০

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ থেকে আত্মরক্ষার জন্য প্রথম কর্তব্য হলো ছোঁয়াচে এই ভাইরাসটি থেকে বেঁচে থাকা। তার জন্য জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি নিত্য-ব্যবহার্য জিনিস পত্র জার্ম মুক্ত বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বারবার সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখা।

কিন্তু আপনি যদি জরুরী প্রয়োজনে বাইরে যাওয়ার পর কেনাকাটা বা অন্যরাও ব্যবহার করছে এমন কিছু স্পর্শ করার পর সাথে সাথে হাত ধোয়ার প্রয়োজন হলেও তা সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যার সমাধানে ব্যবহার করতে পারেন হ্যান্ড স্যানিটাইজার। এ হ্যান্ডি স্যানিটাইজার আপনি আপনার বাড়িতেই তৈরি করে নিতে পারেন।

উপকরণ
আইসোপ্রোপাইল অ্যালকোহল মিশ্রণ। এটি কেনার সময়ে দেখে নেবেন যেন ৯১ শতাংশ  আইসোপ্রোপাইল অ্যালকোহল বা রাবিং অ্যালকোহল রয়েছে এমন মিশ্রণ কেনার। তার সঙ্গে কিছুটা পরিমাণ গ্লিসারিন ও অ্যাসেন্সিয়াল ওয়েল নিন।

প্রণালী
২/৩কাপ অ্যালকোহলের সঙ্গে আধা কাপ গ্লিসারিন মিশিয়ে নিন। সঙ্গে দিন এক চামচ যেকোনো অ্যাসেন্সিয়াল তেল।

সব উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা স্প্রে বোতলে ভরে নিন। ব্যবহারের জন্য তৈরি হয়ে গেলো আপনার হ্যান্ড স্যানিটাইজার।

ঘরে, অফিস, শপিংমলে যেখানেই থাকেন অবশ্যই সঙ্গে ছোট এক বোতল হ্যান্ড স্যানিটাইজার রাখুন। জীবাণুমুক্ত থাকতে প্রয়োজনে একঘণ্টা পরপর ব্যবহার করুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.