Sylhet Today 24 PRINT

করোনার সময়ে রক্তদানের ক্ষেত্রে করণীয়

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুন, ২০২০

করোনার কারণে বেশিরভাগ হাসপাতালেই স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম বন্ধ হবার উপক্রম হয়েছে। নানা জটিলতায় ভোগা রোগীরাও হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না। শুধু তাই নয়, করোনা সংক্রমণের ভয়ে রক্তদাতার সংখ্যাও কমে গেছে।

এদিকে রক্তের চাহিদার কারণে অনেককেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। কিন্তু রক্তদাতার সংখ্যা কমছে। মুমূর্ষ রোগীদের প্রয়োজনে যেহেতু রক্তের কোন বিকল্প নেই এ কারণে রক্তাদান কার্যক্রম বন্ধ রাখা ঠিক নয়।

বিশেষজ্ঞরা বলছেন, যাদের অসুস্থতার কোন উপসর্গ নেই, সম্পূর্ণভাবে সুস্থ এবং যারা করোনা আক্রান্ত কোনও রোগীর সংস্পর্শে আসেননি এমন যে কেউ রক্ত দিতে পারেন।

এ সময় রক্তদানের ক্ষেত্রে রক্তদাতা ও হাসপাতালগুলোর বিশেষ সাবধানতা অনুসরণ করা প্রয়োজন। যেমন-

১. রক্ত দেওয়ার আগে ও পরে স্যানিটাইজার ব্যবহার করে হাত জীবাণুমুক্ত করুন।

২. রক্তদানের সময় মাস্ক ব্যবহার করুন। বাইরে বের হবার সময় সবসময় মাস্ক ব্যবহার করুন। মাস্কের বাইরের দিকে ভুল করে হাত দিলে হাত ধুয়ে ফেলুন।

৩. রক্তদানের পর বাড়িতে ফিরে সব পোশাক ধুয়ে ফেলুন। নেই সঙ্গে গোসল সেরে ফেলুন।

৪. বাইরে থেকে ফিরে নাকের সংক্রমণ এড়াতে গরম ভাপ নিন।

৫. শুধু রক্তদানের পর নয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন হলুদ চা, ভেষজ চা পান করুন।

রক্তদান কেন্দ্রে যেসব ব্যবস্থা থাকা জরুরি-

১. যেসব জায়গা বার বার স্পর্শ করা হয় সেগুলো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন।

২. রোগীদের বসার জায়গায় কমপক্ষে ৬ ফুট দুরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করুন।

৩. হাসপাতালে বাইরে থেকে কেউ ঢুকলে  বা কর্মীদের ঢোকার আগে থার্মাল স্ক্র্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা উচিত।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.