Sylhet Today 24 PRINT

ঘরে বসেই করুন আপনার মোবাইল সিম নিবন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৫

দেশের সব নিবন্ধিত এবং অনিবন্ধিত মোবাইল গ্রাহকদের আবারও মোবাইল সিম নিবন্ধন লাগবে এটা সরকারী সিদ্ধান্ত। যারা আগে মোবাইল সিম নিবন্ধন করেছেন এবং যারা করেননি এ নিয়ে তাদের দুশ্চিন্তার কিছু নাই।

কারণ দেশের মোবাইল অপারেটরগুলো সহজ পদ্ধতিতে সিম নিবন্ধনের সুযোগ করে দিয়েছে। ঘরে বসে থেকেই করতে পারবেন আপনার সিম নিবন্ধন। রেজিস্ট্রেশন করতে কাস্টমার কেয়ার অফিসে যাওয়া লাগবে না।

চাইলে ঘরে বসেই আপনার মূল্যবান সিম কার্ডটি রেজিস্ট্রেশন করতে পারবেন। এ জন্য আপনাকে রি-রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের অধীনে একটি এসএমএস পাঠাতে হবে (এসএমএস-এর কোন ফি কাটবে না)।

জেনে নিন এসএমএস এর মাধ্যমে যেভাবে নিবন্ধন করবেন আপনার সিম :

এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং টেলিটক গ্রাহকরাঃ NID নাম্বার, জন্ম তারিখ, নাম লিখে sms পাঠিয়ে দেন 1600 নাম্বারে।

যেমন - xxxxxxxxxxxxx, 09/10/1981, Rahim লিখে sms পাঠিয়ে দেন 1600 নাম্বারে।

সিটিসেল গ্রাহকরা:  U<>NID নাম্বার, জন্ম তারিখ, নাম লিখে sms পাঠিয়ে দেন 1600 নাম্বারে।

যেমন - U<> xxxxxxxxxxxxx, 09/10/1981, Rahim লিখে sms পাঠিয়ে দেন 1600 নাম্বারে।

ফিরতি এসএমএসে আপনার প্রাপ্তি নিশ্চিত করে জানানো হবে আপনার তথ্যটি তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.