Sylhet Today 24 PRINT

পিঁপড়া খেয়ে জীবন রক্ষা!

অনলাইন ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৫

অস্ট্রেলিয়ার দুর্গম মরুভূমিতে ছয় দিন ধরে নিখোঁজ এক ব্যক্তিকে মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। নিখোঁজ থাকাবস্থায় রেগ ফগার্ডি (৬২) নামের ওই ব্যক্তি কালো পিঁপড়া খেয়ে জীবন রক্ষা করেন।

পুলিশকে উদ্ধৃত করে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, পার্থের প্রায় ৯৫০ কিলোমিটার উত্তর-পূর্বে পশ্চিম অস্ট্রেলিয়ার গোল্ডফিল্ডের লাভার্টনের কাছে শুটার্স শেক ক্যাম্পে যাওয়ার সময় গত বুধবার নিখোঁজ হন রেগ ফগার্ডি। তিনি শিকারের উদ্দেশ্যে বের হয়েছিলেন।

এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, ফগার্ডি ক্যাম্পে ফিরে না আসায় তার স্বজনেরা বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। পরে পুলিশ অনুসন্ধান কাজ শুরু করে এবং তিনি যেখানে নিখোঁজ হন সেখান থেকে ১৫ কিলোমিটার দূর থেকে তাকে উদ্ধার করে।

গোল্ডফিল্ড পুলিশ সুপারিনটেনডেন্ট অ্যান্ডি গ্রেটউড জানান, ফগার্ডি শেষ দু'দিন একই গাছের নিচে বসে ছিলেন। তার কাছে কোনো পানিও ছিল না। তিনি কালো পিঁপড়া খাচ্ছিলেন। এভাবেই তিনি বেঁচে ছিলেন।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, স্থানটি ছিল অত্যন্ত গরম। এমন অবস্থা যে সেখানে বেশিরভাগ মানুষই বাঁচে না।

গ্রেটউড জানান, উদ্ধারের সময় ফগার্ডি মারাত্মক পানি শূন্যতায় ভুগছিলেন এবং কিছুটা বিভ্রমে ছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং তিনি এখন বসছেন ও কথাও বলছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.