Sylhet Today 24 PRINT

চোখ ওঠা সমস্যায় কী করতে হবে

সিলেটটুডে ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৫

চোখ ওঠা সমস্যা একটা ছোঁয়াচে রোগ। এ সমস্যায় আক্রান্ত হতে পারেন যে কেউ।

চোখ লাল হওয়া, চোখে কিছু পড়েছে এমন বোধ হওয়া, চোখ ফুলে যাওয়া, সকাল বেলা ঘুম থেকে ওঠার সময় চোখ লেগে যাওয়া, সবসময় পিচুটি জমা- এগুলোই হলো চোখ ওঠার লক্ষণ।

ব্যাকটেরিয়া অথবা ভাইরাস আক্রমণের কারণে সাধারণত এই রোগ হয়। এই রোগে আগে পরে দুই চোখই আক্রান্ত হয়। ডাক্তারের পরামর্শে চোখের ড্রপ ব্যবহারের মাধ্যমে এই রোগের চিকিৎসা সম্ভব। অত্যন্ত ছোয়াচে রোগ বলে রোগীকে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়-

১. লাল চোখের চিকিৎসা নেয়ার জন্য চোখের ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

২. অ্যালার্জি হতে পারে এইসব বস্তু পরিহার করতে হবে।

৩. অ্যালার্জি হলে বেশিদিন স্টেরইড জাতীয় ড্রপ ব্যবহার করা উচিত নয়, এতে চোখের চাপ বেড়ে গিয়ে চোখ অন্ধ হয়ে যেতে পারে।

৪. কর্ণিয়ার ঘায়ে চোখে স্টেরইড ব্যবহার অনুচিত।

৫. চোখের প্রদাহের সাথে বাত রোগের চিকিৎসা না করলে প্রদাহ ভালো হয় না।

৬. চোখ উঠলে বেশি লোক সমাগমে না যাওয়া শ্রেয়।

৭. ব্যবহারের রুমাল এবং কাপড়-চোপড় বালিশের কভার, বিছানার চাদর প্রতিদিন গরম পানি দিয়ে ধুয়ে ফেললে রোগ ছড়ানোর সম্ভাবনা কমে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.