Sylhet Today 24 PRINT

সবচেয়ে বেশি প্রেম নিবেদন হয় ১৪ ফেব্রুয়ারিতেই

সমীক্ষায় প্রতি দশ জন মেয়ের মধ্যে ছয় জন ১৪ ফেব্রুয়ারিকে প্রেম নিবেদনের জন্য বেছে নিয়েছেন। পুরুষদের মধ্যে সংখ্যাটা প্রতি দশ জনে চার জন

সিলেটটুডে ওয়েব ডেস্ক  |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৫

ব্রিটিশরা  প্রেম নিবেদনের শ্রেষ্ঠ দিন হিসেবে বেছে নিয়েছেন "ভ্যালেন্টাইন ডে'কেই।  লন্ডনের একটি সমীক্ষায় উঠে এল এই তথ্য।
সমীক্ষায় প্রতি দশ জন মেয়ের মধ্যে ছয় জন ১৪ ফেব্রুয়ারিকে প্রেম নিবেদনের জন্য বেছে নিয়েছেন।

পুরুষদের মধ্যে সংখ্যাটা প্রতি দশ জনে চার জন। মেয়েরা মনে করছেন এই দিনে রোম্যান্টিক পরিবেশ আর আহার করতে করতে প্রেম নিবেদন সব থেকে রোমাঞ্চকর। পুরুষদের মধ্যে বেশির ভাগ মনে করছেন এই দিনে বিবাহের প্রস্তাবে সবথেকে বেশি সারা মেলে।   
 প্রতিদিনের মেলা মেশা, ছুটি কাটানোর পরিসরকে প্রেম নিবেদনের জন্য বেছে নিয়েছেন ব্রিটিশরা। প্রেম নিবেদনের ক্ষেত্রে অফিসকে এরিয়ে ছেন সবাই।   
সমীক্ষায় বলা হয়, প্রতিটি প্রেম যুগল নিজেরা নিজেদের পরিণয়ের জন্য আলদা আলাদা ভাবে ভাবেন। এক হাজার নমুনা পত্র সমীক্ষায় একটি নতুন ট্রেন্ড খুজে পেয়েছেন তারা। অধিকাংশ ক্ষেত্রে
মেয়েরাই প্রেম নিবেদনের জন্য এগিয়ে। ইদানীংকালে এই ট্রেন্ড বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে।পুরনো দিনের অনেক ধ্যান-ধারনাই একবিংশ শতকের যুব সমাজের পছন্দের নয়। একবিংশ শতক জন্ম দিয়েছে নতুন ধ্যান- ধারনা। নতুন যুগের সঙ্গে তাল মিলিয়েছে ১৯-২০। পুরুষরা হাঁটু গেঁড়ে

গোলাপ হাতে মেয়েদের প্রেম নিবেদন করছে-এই দিন আর নেই। বরং মেয়েরাই এই ভূমিকায় এগিয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.