Sylhet Today 24 PRINT

শিশুদের মাম্পস হলে কী করবেন?

ডা. তুহিন বড়ুয়া তমাল |  ২৭ মে, ২০২৩

ছবি: সংগৃহিত

কিছুদিন যাবৎ বাচ্চাদের মাম্পস (Mumps) রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। বাচ্চাদের হঠাৎ করে গালের একপাশ বা দুপাশ ফুলে যায়। সাথে ব্যাথা আর জ্বর হয়। বাবা মা দুশ্চিন্তায় পড়ে যান।

আসুন জেনে নেই মাম্পস রোগটি সম্পর্কে-

Mumps একটি ভাইরাস ঘটিত রোগ। সাধারণত ৫-৯ বছর বয়েসী বাচ্চাদের মাম্পস রোগ টি বেশি হতে দেখা যায়।

# রোগের লক্ষণ কী:

~বাচ্চার জ্বর, গা ব্যাথা, মাথা ব্যাথা হতে পারে।

~ গাল ফুলে যায়। এক পাশ বা দুপাশ।

[আমাদের গালের দুপাশে প্যারোটিড গ্রন্থি থাকে। মাম্পস রোগে এই গ্রন্থিতে প্রদাহ হয়। তাই অনেক ব্যাথা আর জ্বর আসে।]

# এই রোগ কিভাবে ছড়ায়:

শ্বাসের মাধ্যমে এক ব্যাক্তি হতে অপর ব্যাক্তির কাছে এ রোগ ছড়াতে পারে। তাই আপনার বাচ্চার যদি মাম্পস হয় তাকে অন্যদের কাছ থেকে কিছুদিনের জন্যে জন্যে দূরে সরিয়ে রাখবেন।

মনে রাখবেন, গাল ফোলার আগের ২ দিন ও গাল ফোলার পরের ৫ দিন, মোট এই ৭ দিন সময়ে একটা বাচ্চা মাম্পস রোগ ছড়াতে পারে।

# রোগ কতদিনে ভালো হয়:

~সাধারণত জ্বর, গা ব্যাথা ইত্যাদি কমতে ৪-৫ দিন সময় লাগতে পারে।

~ গাল ফোলা ৩ দিন পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে থাকে। এরপরে ক্রমান্বয়ে এক সপ্তাহের আশেপাশে কমা শুরু করে।

# এ রোগে কী কমপ্লিকেশন হতে পারে:

~ মেনিনজাইটিস, এনসেফালাইটিস [স্নায়ু আবরণীর/মস্তিষ্কের প্রদাহ]

~প্যানক্রিয়াটাইটিস

~অন্ডকোষে প্রদাহ

~মেয়ে বাচ্চার ডিম্বাশয় প্রদাহ ইত্যাদি

[খেয়াল রাখুন, যদি মাম্পস হবার পরে বাচ্চার খিঁচুনি, প্রচণ্ড বমি ও পেটে ব্যাথা হয় সাথে সাথে চিকিৎসক কে জানাবেন]

# চিকিৎসা কী:

~সাধারণত মাম্পস নিজে নিজেই ভালো হয়ে যায়।

~ব্যাথার জন্যে প্যারাসিটামল কিংবা আইবুপ্রোফেন জাতীয় ব্যাথার ঔষধ দিলেই হয়।

~ গাল ফোলার জন্যে চাবাতে বা গিলতে ব্যাথা হলে নরম খাবার খাওয়ানো লাগবে।

মাম্পস হলে ভয় পাবেন না। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিন।

সুস্থ ও সুন্দর থাকুন।

[ডা. তুহিন বড়ুয়া তমাল : এমবিবিএস, এমডি (পেডিয়েট্রিক্স), শিশু বিশেষজ্ঞ]

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.