Sylhet Today 24 PRINT

আজ স্ত্রীর প্রশংসা করার দিন

অনলাইন ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০২৩

“সংসার সুখের হয় রমনীর গুণে” এমন প্রচলিত প্রবাদের দিন ফুরিয়েছে। এখন মানুষ বিশ্বাস করে “সংসার সুখের হয় স্বামী-স্ত্রী দুজনের গুণে”। স্বামী–স্ত্রী দুজনকেই দক্ষ হাতে সংসার সামলাতে হয়। তবে আজকের দিনটি স্বামীরদের জন্য বিশেষভাবে স্ত্রীর প্রশংসার দিন। ইংরেজিতে বলে “ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে”।

সাধারণত প্রতিবছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় রবিবার দিবসিটি পালিত হয়। স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা দেখানোর উদ্দেশে ২০০৬ সালে এই দিবসটি চেজের বার্ষিক ইভেন্টের ক্যালেন্ডারে তালিকাভুক্ত করা হয়।

অনেক পুরুষ আছেন, যারা সব কাজেই স্ত্রীর প্রশংসা করেন। এতে একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বাড়ে। ভালো থাকে সম্পর্ক।

আবার অনেকেই আছেন যারা মনে মনে স্ত্রীর প্রশংসা করলেও মুখে ফুটে বলতে চান না। তারা কিন্তু বিশেষ এই দিবসটি কাজে লাগাতেই পারেন। প্রশংসাসূচক বাক্য বলার মাধ্যমে আপনি সহজেই বোঝাতে পারবেন স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা ।

স্ত্রীকে আজকের এই দিনে বিশেষ কোনো উপহার দিতে পারেন। নিয়ে যেতে পারেন পছন্দের কোনো জায়গায়। খাওয়াতে পারেন পছন্দের কোনো রেস্টুরেন্টে। একগুচ্ছ ফুল দিয়েও করতে পারেন তার প্রশংসা ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.