Sylhet Today 24 PRINT

বর্ষায় থাকুন পরিপাটি

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০১৬

এখন চলছে বর্ষাকাল। ক্ষণে ক্ষণে আকাশে উঠছে রৌদ্র, কিছুক্ষণ পরেই আবার অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। অনেকের প্রিয় ঋতু হলেও নানান কারণে বর্ষাকালে পরিপাটি থাকা হয় না। বাইরে যেতে বেশ ঝক্কি পোহাতে হয়। টানা বৃষ্টিতেও বিরতি নেই উৎসব-আয়োজনের। ব্যস্ততা এবং সময়ের অভাবে অনেক সময় পার্লারে গিয়ে তৈরি হওয়া হয়ে ওঠে না। এই বৃষ্টির সময় ঘরে ঝটপট সাজের কিছু পদ্ধতি জেনে নিলে বর্ষার মধ্যে সহজে থাকা যাবে পরিপাটি:

প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে নিন। ময়েশ্চারাইজার মেখে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার ত্বকের যেসব জায়গায় কালো ছোপ বা দাগ আছে, সেখানে কনসিলার লাগিয়ে আঙুল দিয়ে মিশিয়ে নিন।

বৃষ্টির দিনে বাইরে যাওয়ার সময় লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। ফাউন্ডেশন লাগানোর পর এক টুকরো বরফ পুরো মুখে হালকাভাবে বুলিয়ে নিন। এবার কমপ্যাক্ট পাউডার দিয়ে মুখে বেইস করে নিন।

বাদামি বা পিচ রঙের ব্লাশও ব্যবহার করতে পারেন। হালকা বাদামি, হালকা মোভ, ব্রিক, অরেঞ্জ, সাদা ও সোনালি রঙের মিশ্রণে আইশ্যাডো দিয়ে চোখটাকে সাজাতে পারেন। এসময় হালকা মেকআপই ভালো। কপালে ছোট গোল টিপ পরতে পারেন। মাশকারা ও আইলাইনার ব্যবহার করলে, অবশ্যই ওয়াটার প্রুফ হতে হবে। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে সাজ শেষ করুন।

অনেকেই চুল খোলা রাখতে পছন্দ করেন। তবে বর্ষায় খোলা রাখার চেয়ে হালকা অথবা আঁটসাঁট করে খোঁপা করে নিতে পারেন। রোদ দেখে বাইরে বের হওয়ার পর এক পশলা বৃষ্টি নষ্ট করে দিতে পারে আপনার সাজগোজ। তাই পোশাকটাও ভেবেচিন্তে নির্বাচন করাটাই ভালো। বর্ষায় পাতলা শাড়ি এড়িয়ে চলুন।

বাড়ি ফিরে ভালোভাবে মেকআপ তুলতে হবে। এজন্য দরকার মেকআপ ক্লিনজার। তুলার সাহায্যে ক্লিনজার দিয়ে ভালোভাবে মেকআপ তুলুন। এরপর ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন। পরিষ্কার ত্বকে ক্রিম অথবা নাইট ক্রিম ব্যবহার করুন।

ত্বকের বাড়তি যত্নও নিতে পারেন ঘরে বসেই:

এ জন্য প্রথমে সংগ্রহ করতে হবে ১ টেবিল চামচ চন্দন বাটা, ১ চা চামচ টমেটোর রস, ১ চা চামচ শসার রস। এরপর এসব উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। অথবা মুলতানি মাটি ১ টেবিল চামচ, গোলাপ জল ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ মিশিয়ে পুরো মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

চুলের যত্নে সপ্তাহে অন্তত একবার চুলে মেহেদি, পেঁয়াজের রস, লেবুর রস, ডিম এবং টক দইয়ের প্যাক লাগিয়ে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.