Sylhet Today 24 PRINT

অভিনব নির্মাণশৈলীর ‘হেলানো বাড়ি’

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৬

নির্মাণত্রুটির কারণে কাত হয়ে পরে পৃথিবী মাত করে দেয়া ইতালির পিসার হেলানো মিনারের কথা কে না জানে। এবার এরকম হেলানো আরেকটি ভবনের খোঁজ পাওয়া গেল। ইন্দোনেশিয়ার জাকার্তার হেলানো বাড়িটি নির্মাণত্রুটির কারণে নয়, পরিকল্পনা করেই সমতলের সঙ্গে ৭০ ডিগ্রি কোনাকুনি করে হেলানো বাড়িটি তৈরি করা হয়েছে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অভিজাত এলাকায় তৈরি বাড়িটি  রীতিমতো নকশা করে তৈরি করা হয়েছে।  তিনতলা এই বাড়ি ‘জাকার্তার হেলানো বাড়ি’ নামেই পরিচিত।


দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে রাজধানীর অভিজাত এলাকায় ইউরোপীয় আদলে বাড়ি তৈরি বাড়ছে। তবে প্রকৌশলীরা বলছেন, জাকার্তার হেলানো বাড়িটির অদ্ভুত সৌন্দর্য সেখানকার অন্য বাড়িগুলো থেকে আলাদা।প্রকৌশলী বুডি প্রাডোনোর পরিকল্পনায় সমতলের সঙ্গে ৭০ ডিগ্রি কোনাকুনি করে হেলানো বাড়িটি তৈরি করা হয়েছে।


বাড়ির প্রকৌশলী  প্রাডোনো বলেন, ‘প্রথমে বাড়িটি খুব সামান্য, ১০, ২০ ডিগ্রি কোণে ঢালু করার পরিকল্পনা ছিল। কিন্তু পরে আমরা দেখি যে ৭০ ডিগ্রিই হলো নিখুঁত কোণ।’

এমন সৃষ্টিকর্মে নিজেও গর্বিত প্রকৌশলী বুডি প্রাডোনো। তিনি বলেন, নির্মাণশৈলী, নতুন বাসস্থান এবং কীভাবে মানুষ বসবাস করে তা নতুন করে সংজ্ঞায়িত করা এখন জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে।



জাকার্তার হেলানো বাড়ির মালিক ক্রিস্টিনা গউ বলেন, ‘এটি আমার স্বপ্নের বাড়ি। যদি আমি আরেকটি বাড়ি তৈরি করি, ওটিও এর মতোই হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.