Sylhet Today 24 PRINT

চাকুরির ইন্টারভিউয়ের সাজ-সজ্জা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ আগস্ট, ২০১৬

প্রতিদিন অফিসে যাওয়ার জন্য যেভাবে নিজেকে সাজাই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সাজ কিন্তু তার থেকে একেবারেই আলাদা। তেমনি যে কোন চাকুরির ইন্টারভিউ দিতে গেলেও সাজ-সজ্জার বিষয়টিকে আমাদের আলাদাভাবে মাথায় রাখতে হয়। সাজ-সজ্জায় আপনাকে যদি গোছানো, স্মার্ট এবং নির্ভরশীল লাগে, তবে চাকুরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। শুধু তাই নয়, সুন্দর করে নিজেকে সাজানো-গোছানোর মাধ্যমে নিজের আত্মবিশ্বাসটিকে আরও একবার শানিয়ে নেওয়া যায়।

এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলেন, ইন্টারভিউয়ের সময় পোশাক আশাক হতে হবে মার্জিত এবং ফর্মাল। ফর্মাল মানে এই নয় যে স্যুট-টাই পড়তে হবে। তবে ফর্মাল ধাঁচের শার্ট-প্যান্ট পরার পক্ষপাতী তারা। মেয়েদের ক্ষেত্রে শাড়ি বা সালোয়ার কামিজ দুটোই চলনসই, তবে সাধারণত সালোয়ার-কামিজ পরাটাই বেশি গ্রহণযোগ্য। এক্ষেত্রে অলংকার এবং মেকআপের আতিশয্য বর্জন করাই ভালো।

জেনে নিন ইন্টারভিউ দিতে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করার কিছু টিপস-

চুলের দিকে নজর দিন

  • আগের দিন রাত্রেই চুল ধুয়ে শুকিয়ে রাখুন যাতে ইন্টারভিউয়ের দিন তাড়াহুড়ো করতে না হয়;
  • চুল যদি লম্বা হয় তবে একটি পনিটেইল করে নিতে পারেন;
  • অন্য সময়ে হেয়ার স্প্রে ব্যবহার না করলেও এই দিনে চুলকে অগোছালো হয়ে যাওয়া থেকে বাঁচাতে অল্প করে হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন;
  • চুলে রঙচঙে ক্লিপ বা কাঁটা ব্যবহার করবেন না;
  • খেয়াল রাখুন চুল যেন কোনোভাবেই মুখের ওপর এসে না পড়ে।


বেশি মেকআপ এড়িয়ে চলুন

  • অন্যদিনের চাইতে একটু বেশি সময় নিয়ে, ধৈর্য ধরে মেকআপ করুন;
  • হালকা করে ময়েশ্চারাইজার বা বিবি ক্রিম মাখুন মুখে;
  • চোখের নিচে লালচেভাব থাকলে অল্প করে কনসিলার দিয়ে ঢেকে ফেলুন;
  • আগের দিন রাত্রে ঠোঁট এক্সফলিয়েট করে রাখুন এবং ইন্টারভিউয়ের আগে লিপবাম ব্যবহার করুন;
  • এমনভাবে লিপস্টিক ব্যবহার করুন যাতে বোঝা না যায়, ভুলেও লিপ গ্লস ব্যবহার করবেন না;
  • নিউট্রাল এবং ন্যাচারাল শেডের আই শ্যাডো ব্যবহার করুন;
  • আপনি যদি ভ্রু সবসময় প্লাক করেন তবে অবশ্যই ইন্টারভিউয়ের আগে দেখে নেবেন নতুন করে প্লাক করার   দরকার আছে কি না;
  • হাইলাইটার, কন্ট্যুর এসব করতে গেলে মেকআপ ভারি হয়ে যাবে, তাই এগুলো এড়িয়ে চলাই ভালো।


নখের যত্ন

  • হাতের অবস্থা খুব খারাপ হয়ে থাকলে ম্যানিকিওর করে নিন;
  • নখ বেশি লম্বা না হওয়াই ভালো;
  • বেশি রঙচঙে নেইল পলিশ ব্যবহার করবেন না, একদম হালকা গোলাপি অথবা বেইজ ব্যবহার করুন।


পারফিউম
এ দিন কোনো পারফিউম ব্যবহার না করাই ভালো। কারণ আপনার পারফিউম যদি ইন্টারভিউ বোর্ডের কারও অপছন্দ হয় তবে আপনার ব্যাপারে তার নেতিবাচক ধারনা তৈরি হয়ে যাবে। তাই ইন্টারভিউয়ের দিন পারফিউম এড়িয়ে চলাই ভালো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.