Sylhet Today 24 PRINT

শুক্রবার সিলেটে পিঠা উৎসব

সাংস্কৃতিক সংগঠন শ্রুতির আয়োজনে মীরের ময়দানের শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণ হবে এই উৎসব

সিলেট, বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০১৫  |  ০৮ জানুয়ারী, ২০১৫

সাংস্কৃতিক সংগঠন শ্রুতির আয়োজনে নগরীর মীরের ময়দানের  শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণ প্রতিবছরের মত এবারও দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে । বাংলার চিরায়ত ঐতিহ্য পৌষের রকমারি পিঠার স্টল থাকবে এতে ।

আয়োজকদের অন্যতম সুমন্ত গুপ্ত সিলেটটুডে২৪.কম কে বলেন, পিঠা উৎসবে রকমারি পিঠার স্টলের পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের । এতে 
থাকছে সম্মেলক পরিবেশনা , আবৃত্তি, গান , আসছেন ফরিদপুর থেকে লোকসংগীত শিল্পী শ্যামল পাল, কুষ্টিয়ার থেকে ফকির আব্দুল কুদ্দুস আর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে  ছোট্ট বাউল সাগর এর পরিবেশনা ।
 
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া এই উৎসব
রাত ৯ টা অবধি চলবে ।

ওয়ালটন মোবাইলের সহযোগিতায়  আবহমান বাংলার এই ঐতিহ্যবাহী উৎসবে যোগ দিতে সবার প্রতি আহবান জানিয়েছে শ্রুতি ।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.