Sylhet Today 24 PRINT

নারকেল তেলের গুণাগুণ না জানলে অনেক কিছুই মিস!

নিউজ ডেস্ক  |  ২১ মে, ২০১৫

চুলের যত্নে, খুশকি দূর করতে এবং মাথার চামড়া খসখসে হয়ে গেলে নারকেল তেলের কোনো বিকল্প নেই। তবে শুধু চুলের যত্নেই নয়, যে কোনো ধরনের চর্মরোগে এই তেল বেশ কার্যকর ভূমিকা রাখে। আয়ুর্বেদিক চিকিৎসকদের মতে গরমের সময় শরীরে যত ধরনের চর্মরোগ হয় তা উপশমে নারকেল তেল অনেক উপকারি।

চলুন জেনে নেই এর অজানা গুণ-

ব্রণ সমস্যা: অনেক সময় নারকেল তেল ব্যবহারে ব্রণ সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। ত্বকের লোমকূপ বন্ধ হয়ে গেলে মুখে ও ঘাড়ে ব্রণ দেখা দেয়। নারকেল তেল ব্যবহারে লোমকূপ পরিষ্কারের পাশাপাশি ব্রণের চারপাশের ফোলাভাবটাও কমে যায়। নিয়মিত ব্যবহারে ব্রণ সমস্যার স্থায়ি সমধান নিয়ে আসে। শ্যামলা কমপ্লেকশনভাবটাও অনেক কমে যায়।

খসখসে চামড়া ও চুলকানি সমস্যা: অধিকাংশ মানুষ গরমের সময় প্রচুর ঘামে। এই ঘাম শুকিয়ে চামড়ায় লবণ জমে, ত্বক হয়ে ওঠে খসখসে। থেকে থেকে শরীর চুলকায়। গোসলের পর শরীরে নারকেল তেল ব্যবহার করলে ত্বকের খসখসে ভাব কেটে যায়। ত্বক হয়ে ওঠে মসৃণ। চুলকানিও বন্ধ হয়।

গরমে র‍্যাশ সমস্যা: এই গরমে সব বয়সী মানুষের শরীরেই প্রায় র‍্যাশ সৃষ্টি হয়। লালচে হয়ে ওঠে সেই জায়গাগুলো। এই র‍্যাশ সমস্যার ভালো সমধান দেয় নারিকেল তেল।

তাই বলা যেতেই পারে গরমে ত্বকের যত্নে নারকেল তেলের কোনো বিকল্প নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.