Sylhet Today 24 PRINT

নখের সৌন্দর্য বজায় রাখবে লেবুর রস

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৭

দীর্ঘদিন নখে নেইল পলিশ থাকলে বিবর্ণ হয়ে পড়ে নখ। আবার অনেক সময় অযত্নে নখ হলদে হয়ে যায়। নখের আশেপাশের মরা চামড়াও নখের সৌন্দর্য হানি করে। নখের এসব সমস্যা দূর করতে পারেন লেবুর রসের সাহায্যে। লেবুর রস নখের হলদে ও বিবর্ণ ভাব দূর করে। এছাড়া নখ মজবুত করতেও জুড়ি নেই লেবুর।

লেবুর রস :

নখ পরিষ্কার করুন। নেইল পলিশ থাকলে উঠিয়ে ফেলুন।
একটি পাত্রে ২টি লেবুর রস নিন।
লেবুর রসে নখ ডুবিয়ে রাখুন ৫ থেকে ১০ মিনিট।
কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন নখ।
হ্যান্ড ক্রিম দিয়ে ম্যাসেজ করে নিন আঙুল।
কয়েকদিন পর পর এভাবে লেবুর রস ব্যবহার করতে পারেন। নখের সৌন্দর্য বাড়বে।

লেবুর স্ক্রাব :

একটি পাত্রে অর্ধেকটা লেবুর রস নিন।
বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন।
পরিষ্কার ও নরম একটি টুথ ব্রাশে পেস্টটি নিয়ে নখ ও আশেপাশের ত্বকে ঘষুন।
হাত পরিষ্কার করে সামান্য নারিকেল তেল ঘষে নিন।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান স্পট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.