Sylhet Today 24 PRINT

কোমর ব্যথা সারানোর সহজ উপায়

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

আমাদের সমাজে বিশেষ করে একটু বয়স্ক ব্যক্তিরা কোমর ব্যথায় বেশি ভোগেন। এদের মধ্যে নারীর সংখ্যাটাই বেশি। এছাড়াও কম বেশি অনেকেই কমর ব্যথায় ভোগে থাকেন। তবে মারাত্মক এই কোমর ব্যথার সমস্যা আপনি বাড়িতে বসেই চিরতরে দূর করতে পারেন আপনিও। কোমর ব্যথা দূর করার জন্য আপনাকে যা যা করতে হবে সেটা নিচে উল্লেখ করা হল। তবে তার আগে কোমর ব্যথা ঠিক কি কি কারণে হয় তা আপনাকে জানতে হবে।

আসুন জেনে নেয়া যাক মূলত কি কি কারণে কোমর ব্যথা হতে পারে।

  • ওজন উচ্চতা অনুযায়ী বেশি হলে।
  • ভারী বস্তু তোলার কাজ করলে।
  • কোমরে চোট পেলে।
  • অনেকক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করলে।
  • পা পিছে কোথাও পড়ে গেলে।
  • নিয়মিত গাড়ি চালালে।
  • সাধারণত কুঁজো হয়ে হাঁটলে বা বসলে।
  • গর্ভধারণ সময়ে।
  • হঠাৎ কোনো কারণে হাড়, মাংসপেশি, স্নায়ু—এই তিনটি উপাদানের সামঞ্জস্য নষ্ট হলে।

এই কোমর ব্যথা খুব সহজে দূর করা সম্ভব। আদা পানির মাধ্যমেই দূর করে দিতে পারবেন এই সমস্যা। তবে উপরে উল্লেখিত কারণগুলো পারলে একটু ত্যাগ করা অথবা একটু কম করার চেষ্টা করবেন।

এবার আসুন জেনে নেই এই সমস্যা সমাধানে কার্যকরী আদা পানি বানানোর প্রক্রিয়াটি।

যা যা লাগবে:

  • আদা
  • পরিষ্কার পাতলা কাপড়
  • গরম পানি


কিভাবে তৈরি করবেন:
প্রথমে আদা কুচি করে ফেলুন। এরপর আদা কুচিগুলো পাতলা কাপড়ে রাখুন। কাপড়টির মুখ সুতা বা রশি দিয়ে বন্ধ করে দিন। একটা পুটলি বানিয়ে ফেলুন। এবার চুলায় পানি গরম করতে দিন। এই পানির মধ্যে আদার পটলিটা চিপে রস পানিতে দিন। রস ভাল করে চিপে ফেলার পর আদার পুটলিটা পানির মধ্যে দিয়ে দিন। এবার একটি কাপড় গরম আদা পানিতে চুবিয়ে নিন। এবার কাপড়টি থেকে ভাল করে পানি চিপড়িয়ে ফেলুন। এই আদা পানিতে চুবানো কাপড়টি ব্যথার জায়গায় রাখুন। লক্ষ্য রাখবেন কাপড়টা যেন খুব বেশি মোটা না হয়। সারা রাত কাপড়টি ব্যথার জায়গায় রেখে দিন। সারা রাত সম্ভব না হলে কয়েক ঘণ্টা এটি ব্যথার জায়গায় রেখে দিন। দেখবেন কোমর ব্যথা গায়েব হয়ে গেছে। এটি আপনাকে দীর্ঘমেয়াদি আরাম দেবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.