Sylhet Today 24 PRINT

কাঁচা আমের টক ঝাল শরবত

অনলাইন ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৮

যারা টক, ঝাল, মিষ্টি শরবত খেতে পছন্দ করেন, তাঁদের জন্য আজকের এই আয়োজন কাঁচা আমের শরবত। গরমে ঠাণ্ডা এক গ্লাস শরবত শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। দেখে নিন, কী কী লাগছে ও কীভাবে বানাবেন কাঁচা আমের শরবত।

উপকরণ

  •  মাঝারি সাইজের কাঁচা আম একটি
  •  চিনি পাঁচ-ছয় চা চামচ
  •  ধনেপাতা কুচি আধা চা চামচ
  •  কাঁচামরিচ কুচি দুটি
  •  বিট লবণ এক চা চামচ
  •  ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ

প্রস্তুত প্রণালি

খোসা ছাড়িয়ে আম গ্রেট করে একটা ব্লেন্ডারে নিন। এবার এর মধ্যে চিনি, ধনেপাতা কুচি, বিট লবণ, কাঁচামরিচ কুচি, ভাজা জিরা গুঁড়া ও পরিমাণ মতো ঠাণ্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিন। এরপর শরবতটি গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.