অনলাইন ডেস্ক

০১ মে, ২০১৮ ০৩:৩৯

ত্বকের যত্নে ভিটামিন ই অয়েলের ব্যবহার

ত্বকের যত্নে ভিটামিন ই অয়েল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। এটি ব্রণ ও ব্রণের দাগ দূর করে। পাশাপাশি ঘাড় ও কোমরের ছোপ ছোপ ফাটা দাগ দূর করতেও কার্যকর।

ত্বকের যত্নে ভিটামিন ই অয়েল ব্যবহার করবেন কেন-

১। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ভিটামিন ই অয়েলে যা ত্বক রাখে স্বাস্থ্যোজ্জ্বল।
২। ত্বকের ক্ষতিগ্রস্ত টিস্যুর যত্ন নেয় ভিটামিন ই অয়েল।
৩। ব্রণ ও ত্বকের কালচে দাগ দূর করে।
৪। শুষ্ক ত্বকে নিয়ে আসে প্রাণ।
৫। ত্বকের বলিরেখা দূর করতে পারে এই তেল।    

ত্বকের যত্নে যেভাবে ব্যবহার করবেন ভিটামিন ই অয়েল
১। একটি পাত্রে ১ চা চামচ মধু, ১ চা চামচ লেবুর রস, ১ টেবিল চামচ টক দই ও ৩টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। মিশ্রণটি চোখের আশেপাশের ত্বকে ঘষে ঘষে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি বলিরেখা দূর করবে।   
২। ব্রণের দাগ দূর করতে ব্যবহার করতে পারেন ভিটামিন ই অয়েল। এজন্য মুখ প্রথমে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন। এবার মুখ মুছে দাগের উপর ভিটামিন ই অয়েল ঘষে ঘষে লাগান। রাতে লাগিয়ে পরদিন সকালে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
৩। ডার্ক সার্কেল দূর করতে রাতে ঘুমানোর আগে চোখের আশেপাশের ত্বকে ভিটামিন ই অয়েল ঘষে লাগান। পরদিন কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৪। ঘাড় বা কোমরের ছোপ ছোপ সাদা দাগ দূর করতে ২ চা চামচ ময়েশ্চারাইজারের সঙ্গে ২টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে ম্যাসাজ করুন। দূর হবে দাগ।
৫। ঠোঁট ফাটা দূর করতে রাতে ঘুমানোর আগে ভিটামিন ই অয়েলের তেল সরাসরি লাগান ঠোঁটে। আঙুলের সাহায্যে ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।  
৬। শুষ্ক ত্বকের যত্নে ২টি ভিটামিন ই ক্যাপসুলের তেলের সঙ্গে ২ টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ দুধ মেশান। নরম ব্রাশের সাহায্যে মিশ্রণটি ত্বকে লাগান। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।   
তথ্য: ফ্যাব হাউ

আপনার মন্তব্য

আলোচিত