Sylhet Today 24 PRINT

ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ

সিলেটটুডে ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৮

অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, পরিবর্তিত খাদ্যাভ্যাস ও অনিয়মিত শরীরচর্চার কারণে বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার আশঙ্কাজনক হারে বাড়ছে।  

একটু সাবধান হলেই অনেক অসুখ থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিশেষ করে, ডায়াবেটিস আক্রান্ত হওয়ার আগে শরীরে কিছু উপসর্গ দেখা দেয়। সেসব দেখে সাবধান হলে এই রোগের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব।

চিকিৎসকদের মতে, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ফলে দেহে কিছু সমস্যা দেখা দেয়।

আসুন সেই লক্ষণগুলো জেনে নিই-

  • ঘন ঘন প্রস্রাব হলে সাবধান হোন। রক্তে শর্করার মাত্রা বাড়লে সেটা শরীর থেকে অতিরিক্ত শর্করা বের করে দেওয়ার জন্য কিডনির ওপর চাপ সৃষ্টি করে। তাই ঘন ঘন প্রস্রাব হয়। এমন হলে ব্লাডসুগার পরীক্ষা করান।
  • হাত-পা কিংবা হাত-পায়ের কোনো আঙুল অবশ হয়ে গেলে সতর্ক হোন। এটি রক্তে শর্করা বাড়ার অন্যতম লক্ষণ।
  • রক্তে শর্করা বাড়ার ফলে অতিরিক্ত প্রস্রাব হয়। আর এর মাধ্যমে শরীরের পানি বেরিয়ে যাওয়ায় বেশি বেশি তৃষ্ণা পায়। এমনকি, রাতে ঘুমের মধ্যেও পানির তৃষ্ণায় জিভ শুকিয়ে যেতে পারে।
  • শরীরের কোনো ঘা অনেক দিন ধরে না শুকালে ব্লাডসুগার পরীক্ষা করান।
  • রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে দৃষ্টিশক্তির ওপর তার প্রভাব পড়ে। তাই হঠাৎ করেই চোখে কম দেখতে শুরু করলেই ব্লাডসুগার পরীক্ষা করান।
  • সহজেই ক্লান্ত হয়ে পড়া, খুব অল্পতেই হাঁপিয়ে ওঠাও রক্তে শর্করার মাত্রা বাড়ার লক্ষণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.