Sylhet Today 24 PRINT

ত্বক উজ্জ্বল ও কোমল করে বেসন

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

ব্রণের দাগ কিংবা ত্বকের কালচে দাগ দূর করতে বেসনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। প্রোটিন সমৃদ্ধ বেসন ত্বকের ফ্যাকাসে ভাব দূর করে উজ্জ্বল ও কোমল করে ত্বক।

বেসন ও টমেটো:
৩ টেবিল চামচ বেসনের সঙ্গে ৩ টেবিল চামচ টমেটো রস ও ১/৪ চা চামচ দারুচিনি গুঁড়া মেশান। মিশ্রণটি ত্বকে ২০ থেকে ২৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

বেসন, দই ও দুধ:
২ টেবিল চামচ বেসনের সঙ্গে ২ টেবিল চামচ কাঁচা দুধ মেশান। ১ টেবিল চামচ টক দই ও ১ তিমতি হলুদের গুঁড়া মিশিয়ে তৈরি করুন পেস্ট। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বকের যত্নে অতুলনীয়।

পেঁপে ও বেসন:
২ টেবিল চামচ পাকা পেঁপের পেস্টের সঙ্গে ২ টেবিল চামচ বেসন মেশান। ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নেড়ে নিন ভালো করে। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে দাগ দূর করবে।

বেসন ও গ্লিসারিন:
বেসনের সঙ্গে পরিমাণ মতো গ্লিসারিন মিশিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করবে।

তথ্য: বোল্ডস্কাই

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.