Sylhet Today 24 PRINT

রূপচর্চায় নিমপাতার ব্যবহার

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০১৫

যুগ যুগ ধরে নিমপাতা আয়ুবের্দিক চিকিত্সায় ব্যবহার হয়ে আসছে। তবে শুধু স্বাস্থ্য সুরক্ষায় নয় রূপচর্চায়ও এর রয়েছে নানা ব্যবহার। এবার দেখে নেয়া যাক রূপচর্চায় নিমপাতা কিভাবে কাজে আসতে পারে।

ফেসপ্যাক:
কয়েকটি নিমপাতা ও কমলার খোসা নিয়ে অল্প পরিমাণ পানিতে সিদ্ধ করুন। এরপর এগুলো মিহি করে পেস্ট তৈরি করে নিন। এরসঙ্গে অল্প পরিমাণ মধু ও দুধ মেশান।

ফেসপ্যাকটি সপ্তাহে অন্তত তিনবার ব্যবহার করুন। ত্বকের ব্রণ ও কালো দাগ দূর করার সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করবে।

স্কিন টোনার:
প্রতিরাতে নিমপাতা সিদ্ধ পানিতে তুলা ভিজিয়ে মুখে লাগাতে পারেন। এটি স্কিন টোনার হিসেবে কাজ করবে।

ত্বক ও চুলের যত্নে:
দুই লিটার পানির মধ্যে ৫০টি নিমপাতা নরম ও বিবর্ণ না হওয়া ফুটিয়ে নিন। পানি সবুজ রঙ ধারণ করলে নামিয়ে বোতলে ঢেলে রাখুন। প্রতিদিন গোসলের পানিতে কিছু পরিমাণ নিমপাতার পানি মিশিয়ে গোসল করার পানিতে মিশিয়ে নিন। এতে ত্বকের ইনফেকশন দূর হবে। একইভাবে চুলে ব্যবহার করলে খুশকি এবং অতিরিক্ত চুল পড়া বন্ধ হবে।

কন্ডিশনার হিসেবে:
নিমপাতা সিদ্ধ পানি ও মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে চুলে লাগাতে পারেন। এটি আপনার চুলে কন্ডিশনার হিসেবে কাজ করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.