Sylhet Today 24 PRINT

ঘরোয়া উপায়ে পারফিউম বানানোর পদ্ধতি

অনলাইন ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৯

অনেকেই বাইরে বের হলে পারফিউম ব্যবহার করতে পছন্দ করেন। বাজারে প্রচুর পারফিউম পাওয়া যায়। কিন্তু আপনার যা পছন্দ, ঠিক সেই গন্ধটি অনেকসময় নাও পাওয়া যেতে পারে।চেষ্টা করলে বাড়িতেই বানাতে পারেন আপনার পছন্দের পারফিউম।

প্রাচীনকালে থেকেই পারফিউমের প্রচলন চলে আসছে। তখন পারফিউম বানাতে রাসায়নিক ব্যবহার করা হতো না। ঘরোয়া পদ্ধতিতেই বানানো হত এটি।

যদি আপনার গোলাপের গন্ধ পছন্দ হয়, তবে গোলাপ পেস্ট করে তেল বের করুন। এবার দুই টেবিল চামচ জজোবা বা বাদামের তেলের সঙ্গে এক ড্রপ গোলাপের তেল মেশান। বাজারে তৈরি পারফিউমের চেয়ে বাড়িতে তৈরি পারফিউমের স্থায়িত্ব অনেক বেশি হয়। শুধু গোলাপ নয়, চন্দন, কমলা, ল্যাভেন্ডার, ভ্যানিলা, জুঁই, বেল ইত্যাদি দিয়েও তৈরি করতে পারেন পারফিউম।

যদি কম গন্ধ চান তাহলে এই সব উপাদানের রস তেলে মেশাবেন অল্প করে। গাঢ় গন্ধ চাইলে বেশি করে মেশান। তবে, খেয়াল রাখবেন, আতরের মতো তীব্র গন্ধ যেন না হয়। পারফিউম তীব্র গন্ধের হলে ভাল লাগে না।

বিভিন্ন উপাদান দিয়ে যেভাবে তৈরি করবেন অনন্য পারফিউম :

প্রথমে চার ড্রপ ল্যাভেন্ডার, চার ড্রপ পাতিলেবুর রস, এক থেকে দুই ড্রপ কমলার রস ভাল ভাবে মেশান।

এরপর দুই ড্রপ জুঁই, এক ড্রপ চন্দন মিশিয়ে নিন।

এবার এই মিশ্রণ দু’টিকে একসঙ্গে করে তার সঙ্গে চার চামচ জজোবা বা বাদামের তেল মেশান। এবার একটি বোতলে ভালভাবে ঝাঁকিয়ে নিন। একদিন পর ব্যবহার করুন। মিশ্রণটি আপনার হাতের কবজি, ঘাড়, কানের পিছনে, কনুইয়ে লাগাতে পারেন।  সূত্র : সংবাদ প্রতিদিন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.