Sylhet Today 24 PRINT

সেভ করার সময় কিছু খুঁটিনাটি বিষয় মাথায় রাখুন

অনলাইন ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৯

সেভ করার শুরুতে কি আপনি দাড়ি ছেঁটে নেন? জানেন কি, শুরুতে দাড়ি ছেঁটে নিলে সেভ করতে অনেক সুবিধা হয়? তবে অনেকেই এ কাজ করেন না। বিশ্বাস করুন, এ কাজ করলে সেভ করার সময় ঝামেলা অনেক কম হবে।

সেভ করার সময় করা ভালো, এ রকম কিছু খুঁটিনাটি বিষয় জানিয়েছে ওয়েবসাইট ম্যানসএক্সপি।

১. ড্রেন ব্লক করবেন না

এটা তো সত্যি যে আপনি বেসিনে সেভ করেন, তাই নয় কি? আর সেভ করার সময় চুলগুলো সব বেসিনে পড়ে। আর ড্রেন ব্লক হয়ে যায়। ড্রেনের এই ব্লক ভাব কমাতে ভিনেগার ও বেকিং সোডা ব্যবহার করুন।

২. সেভ করার পর গোসল, সব সময় দরকার নেই

অনেকেই সেভ করার পর পর গোসল করে। আসলে এ বিষয়টি সব সময়ই যে করতে হবে, তা নয়। কাজের তাড়াহুড়া থাকলে একটি তোয়ালে বা গামছা গলায় বেঁধেও সেভ করে নিতে পারেন। এতে নোংরা কম হবেন, আর গোসলও করতে হবে না।

৩. মাঝেমধ্যেই রেজার ধোন

সেভ করার শুরুতে ও শেষে অবশ্যই রেজার ধুয়ে নিন। ভালোভাবে ও দ্রুত সেভ করার জন্য রেজার ভালোভাবে পরিষ্কার করে নেওয়া বেশ জরুরি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.