Sylhet Today 24 PRINT

জেনে নিন কিউট সেল্ফির কিছু টিপস, হয়ে যান 'সেল্ফি কিং' বা 'সেল্ফি কুইন' !

নিউজ ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৫

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি; সবাই কমবেশ মজেছেন সেল্ফি ম্যানিয়ায়। আর হালের তরুন তরুনীদের জন্য প্রিয় মুহুর্তে সেল্ফি যেনো অপরিহার্য।

সেল্ফিতে কীভাবে আপনাকে একটু স্লিম দেখাবে, মুখের ভঙ্গি কেমন থাকলে আপনাকে আরও বেশি আকর্ষণীয় লাগবে সে দিকে খেয়াল রাখতে হবে। জেনে নিন কিউট সেল্ফি'র কিছু টিপস, হয়ে যান সেল্ফি কিং বা কুইন !

• ছবিতে মুখের নিচের অংশ অনেকের বেশ ভারী আসে। অনেকের ভাঁজ দেখা যায়। এই সমস্যা দূর করতে ক্যামেরা কখনওই মুখের নীচে ধরবেন না।


এই সমস্যা দূর করতে মোবাইল নীচে ধরে ছবি তুলবেন না। এতে গলা ও মুখের নীচের অংশে টানটান ভাব আসতে পারে।

• ছবি তোলার সময় হাসতে বললে অনেকের মুখটি অতিরিক্ত হাসিহাসি হয়ে যায়। এই সমস্যা দূর করতে দাঁতের পাটির মাঝে ফাঁক রাখবেন না। এমন ভাবে হাসুন যেন জিভ দেখা না যায়। এতে করে হাসিটা স্বাভাবিক ও ন্যাচারাল আসবে।

• ছবি তোলার সময় সূর্যের আলোকে বিষয়বস্তুর পাশে রাখুন। আলো কখনও যেন বিযয় বা ক্যামেরার উপরে সরাসরি না পড়ে।

• অনেক সময় চোখের মণি সাদা ধরণের আসে। এ জন্য ছবি তোলার ঠিক আগে একটু উজ্জ্বল আলোতে তাকিয়ে নিন। এতে চোখের পিউপিল সঙ্কুচিত হয়ে আসে. যার ফলে মণি সাদা হওয়ার সমস্যা থাকে না।

• কোন অ্যাঙ্গেলে দাঁড়ালে মুখের কোন দিকটা ছবিতে বেশি ভাল আসে সে দিকে লক্ষ রাখুন। হাত কাঁপা রুখতে এবং যে কোনও অ্যাঙ্গেলে ছবি তুলতে সেলফি স্টিক ব্যবহার করুন।

• মাথা এক দিকে হেলিয়ে রেখে ছবি তুললে আপনাকে ভাল দেখাবে।

• বিভিন্ন এডিটিং অ্যাপের সাহায্যে ছবিতে চোখের লাল ভাব দূর করুন ও কালার টোন বদলালে ছবিও আরও সুন্দর হবে।

• আপনার যে ছবিটি সবচেয়ে সুন্দর এসেছে, তাতে কীভাবে দাঁড়িয়েছিলেন, মুখভঙ্গি কেমন ছিল— ভাল করে দেখুন এবং সেভাবে ছবি তুলুন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.