Sylhet Today 24 PRINT

টুথপেস্টের ভিন্ন কিছু ব্যবহার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৯

কেবল দাঁতের যত্নে নয়, টুথপেস্ট ব্যবহার করা যায় আরও বিভিন্ন কাজে। যেমন গৃহস্থালি পরিচ্ছন্নতা, রূপচর্চায় ইত্যাদি।

টুথপেস্টের বিভিন্ন ব্যবহার


  •  অল্প টুথপেস্ট চামড়ার জুতায় লাগান। তারপর শুকনো কাপড় দিয়ে ঘষে মুছে নিন। নতুনের মতো চকচক করবে ব্যবহৃত জুতা।

 

  •  শিশুর বোতলে দুধের গন্ধ দূর করতে বোতল পরিষ্কার করার ব্রাশে টুথপেস্ট লাগিয়ে পরিষ্কার করুন ফিডিং বটল। তারপর ভালো করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। দুধের গন্ধ দূর হবে।

 

  •  জেল বেসড নয় এমন টুথপেস্ট রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে রাখুন ব্রণের ওপর। সকালে উঠে দেখবেন ব্রণের লালভাব কমে গেছে।

 

  •  দেওয়াল থেকে আঁকিবুঁকির দাগ তুলতে নরম কাপড় বা ব্রাশে নন-জেল টুথপেস্ট লাগিয়ে পরিষ্কার করুন। তারপর শুকনো কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন।

 

  •  কাপ বা মগ থেকে চা বা কফির দাগ উঠতে না চাইলে কিছুক্ষণ টুথপেস্ট লাগিয়ে রাখুন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন।

 

  •  বাথরুমের ওয়াশ বেসিন বা রান্নাঘরে সিঙ্ক পরিষ্কারের জন্য টুথপেস্ট কাজে লাগান। স্পঞ্জে পেস্ট লাগিয়ে বেসিন ও সিঙ্কে ঘষে নিন। তারপর পরিষ্কার করে ফেলুন। নোংরা দাগ উঠে গিয়ে পরিষ্কার হবে।

 

  •  বাথরুমের আয়নায় পানির দাগ লেগে পাতলা আস্তরণ পড়ে গেলে পরিষ্কার করুন পেস্ট দিয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.