Sylhet Today 24 PRINT

দাগহীন ও উজ্জ্বল ত্বকের ঘরোয়া সমাধান

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৯

রোদে পুড়ে যাওয়া কালচে দাগ দূর করতে দাগহীন ত্বকের জন্য জেনে নিন কিছু উপায়।

লেবু
লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড। লেবুর রসে তুলা ভিজিয়ে সরাসরি ত্বকে লাগান। চাইলে লেবুর রসের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে নিতে পারেন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করলে দাগ দূর হয়ে যাবে।

হলুদ
১ চা চামচ করে হলুদ গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

আলু
মেছতার দাগ দূর করতে আলু বেশ কার্যকর। আলু ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। আলুর খোসা ছাড়িয়ে একটু মোটা করে স্লাইস করে নিন। একটি স্লাইসের উপর কয়েক ফোঁটা পানি দিয়ে তা ত্বকে ঘষুন। ৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা
অ্যালোভেরা ত্বকের দাগ দূর করতে পারে। এছাড়া এটি ত্বকে জমে থাকা মৃত কোষ দূর করে। রাতে ঘুমানোর আগে ত্বকে ম্যাসাজ করুন অ্যালোভেরা জেল। পরদিন সকালে ধুয়ে ফেলুন।

চন্দন
ব্রণের দাগ দূর করতে ব্যবহার করুন চন্দন। ২ টেবিল চামচ চন্দন গুঁড়া খানিকটা গোলাপজলের সঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। আধ ঘণ্টা ত্বকে রেখে ধুয়ে ফেলুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.