Sylhet Today 24 PRINT

শীতকালে মোজার গন্ধ দূর করার উপায়

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০২০

গরমকালে ঘামের কারণে জুতা-মোজা পরলেই পায়ে গন্ধ হয়। অনেকে আবার শীতকালেও এই সমস্যার মুখোমুখি হোন। শীতকালে পায়ে মোজার দুর্গন্ধ থেকে মুক্তি পাবার কিছু উপায় দেখে নেয়া যাক-

  • দুর্গন্ধ দূর করতে জুতার ভেতরে কয়েকটি কমলার খোসা সারারাত রেখে দিন। কমলার খোসা সমস্ত দুর্গন্ধ শুষে নিবে। জুতা ব্যবহারের আগে খোসাগুলো ফেলে ব্যবহার করতে পারেন।

 

  • ভিনেগার ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। সবচেয়ে ভালো কাজ করে আপেল সাইডার ভিনেগার। একটি পাত্রে ৬/৮ কাপ গরম পানি নিয়ে তাতে ১/২ কাপ ভিনেগার মিশিয়ে এই মিশ্রণে পা ভিজিয়ে রাখুন ১০/১৫ মিনিট। এরপর সাবান দিয়ে পা ধুয়ে ফেলুন যেন পায়ে ভিনেগারের গন্ধ না থাকে।

 

  • জুতার মধ্যে সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিন। পরদিন ভেতরের অংশ মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না।

 

  • জুতা দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন। দুর্গন্ধ দূর হবে।

 

  • কয়েকটি লবঙ্গ জুতায় ফেলে রাখতে পারেন। এতে দুর্গন্ধ দূর হবে।

 

  • জুতা পরার আগে পায়ে বেবি পাউডার ব্যবহার করুন। এতেও জুতায় দুর্গন্ধ হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.