Sylhet Today 24 PRINT

‘কর্পূর’ এর নানা ব্যবহার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০২০

কর্পূর বা ন্যাপথলিন সবাই চেনেন। কাপড়ের ভাজে ভাজে এটি দেওয়া হয়। অনেকসময় বেসিন কিংবা বাথরুমেও এটি ব্যবহার করা হয়।

এ কাজগুলো ছাড়াও আরও নানা কাজে কর্পূর ব্যাবহার করা যায়।


ত্বকের সমস্যায় কর্পূর

এগজিমা, সোরিয়াসিসের মতো ত্বকের অসুখের চিকিৎসায় কর্পূর ব্যবহার করতে পারেন। এসব অসুখের বেশিরভাগ মলমেই কর্পূর থাকে।

র‍্যাশ কমাতে

ত্বকে র‍্যাশ বা চুলকানি সমস্যায় কর্পূরের তেলকে পানির সঙ্গে মিশিয়ে আক্রান্ত স্থানে মালিশ করুন।

অনিদ্রা দূর করতে

চোখে ঘুম আনতে সাহায্য করে কর্পূরের গন্ধ। যারা অনিদ্রা সমস্যায় ভোগেন তারা বালিশে কয়েক ফোঁটা কর্পূরের তেল দিয়ে রাখতে পারেন।

ব্যথা কমাতে

শরীরে আঘাত লাগলে আঘাতপ্রাপ্ত স্থানে কর্পূর মালিশ করুন। দ্রুত ব্যথা কমবে।

ঠান্ডা ও গলার সংক্রমণে

সর্দি কাশি উপশমে বহুকাল থেকে কর্পূর ব্যবহৃত হয়ে আসছে। বুকে পিঠে কর্পূরের তেল মালিশ করলে ঠান্ডা লাগার প্রবণতা কমে।

চুলের যত্নে

চুলের জন্য যে তেল ব্যবহার করেন তার সঙ্গে কর্পূরের তেল মিশিয়ে ভালো করে মাথার ত্বকে মালিশ করুন। এতে চুল পড়ার হার কমবে। সে সঙ্গে চুলের স্বাস্থ্যও ভালো থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.