অজেয় বিক্রম শিবু:
সাতসকালেই চেঁচিয়েছিলো রোদ, হঠাৎ এসেই ঢেকে দিলো মেঘ,
মেঘের বাড়িতে চলছে হুলস্থূল, সুয্যিমামা মেঘের কাছে চাইলো কিছু ভুল?
প্রবল গর্জনে জানান দিচ্ছে দিন, আজ শুধু ভেবে যাওয়া, ভাবনাহীন
ছড়িয়ে নির্মল হাওয়া, বৃষ্টির দিকে তাকিয়ে আমাদের চলে যাওয়া।
আপনার মন্তব্য