Sylhet Today 24 PRINT

মোবাইলে নিবন্ধনে মিলবে এসএসসির ফল

সিলেটটুডে ডেস্ক |  ২০ মে, ২০২০

ঈদের পর যে কোনো সময় মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হবে। করোনা পরিস্থিতির মধ্যে এবার অন্যান্য সময়ের মতো পরীক্ষার ফল প্রকাশিত হবে না। এবার অনলাইনে ফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা আগে রেজিস্ট্রেশন করে রাখলে ফল প্রকাশের দিন এসএমএসের মাধ্যমে তাদের মোবাইলে ফল চলে যাবে।

এসএসসির ফল প্রকাশকে সামনে রেখে বুধবার ২০ মে ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে। নির্দেশনাটিতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জিয়াউল হকের স্বাক্ষর রয়েছে। তিনি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি।

এতে বলা হয়, করোনা পরিস্থিতিতে এ বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে। এ মহামারিকালে সংশ্লিষ্ট সকলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার আলোকে ফল সংগ্রহ করতে হবে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, এ বছর এসএসসির ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।

যারা এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2020 লিখে 16222 নম্বরে পাঠিয়ে শিক্ষার্থীরা প্রি-রেজিস্ট্রেশন করতে পারবে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইলে তাদের ফলাফল পৌঁছে যাবে বলে নির্দেশনা বলা হয়েছে।

আরও বলা হয়, নিজ নিজ শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফলাফল জানাতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.