Sylhet Today 24 PRINT

ঈদে সংবাদপত্র প্রকাশ বন্ধ থাকবে ছয়দিন

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০২০

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে ছয়দিন সংবাদপত্র প্রকাশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নির্বাহী কমিটি। এ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত ছয়দিন ঈদের ছুটি পালন করা হবে।

সেক্ষেত্রে আগামী রোববার (২৪ মে) থেকে পরবর্তী শুক্রবার (২৯ মে) পর্যন্ত কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না। নোয়াবের সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল এ তথ্য জানানো হয়।

নোয়াব সদস্যদের উদ্দেশে দেয়া ওই চিঠিতে বলা হয়, সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে। এ কারণে ২৪ থেকে ২৯ মে পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, প্রতি বছর চাঁদ দেখা সাপেক্ষে দৈনিক পত্রিকাগুলোয় ঈদের দিন এবং এর আগের ও পরের দিন মিলিয়ে মোট ছুটি থাকে তিন-চারদিন। কিন্তু এবার তা বাড়িয়ে ছয়দিন করার সিদ্ধান্ত নিয়েছে নোয়াব।

মূলত নভেল করোনাভাইরাসের সংক্রমণজনিত পরিস্থিতির কারণেই আসন্ন ঈদে দৈনিক পত্রিকাগুলোর প্রকাশ ছয়দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নোয়াব সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.