Sylhet Today 24 PRINT

এসএসসির ফল ৩১ মে

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কিছুটা দেরি হলেও অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে ২০ লাখ শিক্ষার্থীর। ঈদের পর আগামী ৩১ মে ফলাফল প্রকাশ করা হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ মে (রোববার) সকাল ১০টায় গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করবেন।

বিজ্ঞাপন

দেশে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ফলাফল প্রকাশে প্রতিবছরের মতো এবার কোনো আনুষ্ঠিকতা করা হবে না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ফল পাঠানো হবে না। শিক্ষার্থীরা মোবাইল থেকে ‘প্রি-রেজিস্ট্রেশন’ করে রাখলেই ফল ঘোষণার সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফল পৌঁছে যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.