Sylhet Today 24 PRINT

গণস্বাস্থ্যের পরীক্ষাধীন কিট ব্যবহার ও সরবরাহ না করতে চিঠি

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মে, ২০২০

মেসার্স গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লি. কর্তৃক উদ্ভাবিত 'জিআর কোভিড-১৯ র‍্যাপিড ডট ব্লট ইমিউনেসি' কিটের ব্যবহার, সরবরাহ ও বাজারজাতকরণ হতে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

সোমবার ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানের পক্ষে সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে মেসার্স গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে এই অনুরোধ করা হয়।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, ‘বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকায় 'জিআর কভিড-১৯ র‍্যাপিড ডট বল্ট ইমিউনেসি' কিটের কার্যকারিতা পরীক্ষা চলমান রয়েছে। অদ্যাবধি আপনাদের প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত উক্ত কিটের কার্যকারিতা পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি। উক্ত পরীক্ষার প্রতিবেদন প্রাপ্তির পরেই কিটটির রেজিস্ট্রেশনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

‘এতদপ্রেক্ষিতে এখন পর্যন্ত অননুমোদিত, কার্যকারিতা পরীক্ষাধীন টেস্ট কিট কোভিড-১৯ শনাক্তকরণে ব্যবহার, সরবরাহ ও বাজারজাতকরণ হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.